আমি শশধর মালাকার ২০১৪ সালে ১লা আগস্ট কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লান্তিকাল সময়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে প্রথমে ছাত্রী সংখ্যা বৃদ্ধিসহ উন্নয়ন কর্মকান্ডে উদ্যেগ নেই। পাশাপাশি পাবিলিক পরীক্ষা (Ssc, Jsc) এর ফলাফল উন্নয়নে জোর দেই। এলাকার অনেক গুনীজনসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাওপ্তি হিসেবে ডাক্তার উদয় শংকর ঘোষ, প্রফেসর ডাঃ মোঃ আব্দুল কাদের এবং বর্তমান সভাপতি হিসেবে জনাব মুহাম্মদ শামসুজ্জামান হেলালী আমার বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ডে নিরঙ্কুশ ভাবে সহযোগীতার কারনে বিদ্যালয়টি বর্তমানে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আমি এলাকার অভিভাবকসহ সকল শিক্ষানুরাগীদের সার্বিক সহযোগীতায় সামনের দিনগুলোতে অত্র বিদ্যালয়কে আরও উচ্চতর জায়গায় নিয়ে যেতে চাই। ধন্যবাদান্তে শশধর মালাকার, Msc, Bed, LLB, পিতাঃ ফনীদ্র লাল মালাকার, মাতাঃ স্নেহলতা মালাকার, গ্রামঃ সাহাব্দী নগর, ডাকঘরঃ পারুয়া, উপজেলাঃ রাঙ্গুনীয়া, জেলাঃ চট্টগ্রাম।